লিভারপুলকে বিদায় করে শেষ আটে রিয়াল

বিটিসি স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ। শেষ ষোলর প্রথম লেগে লিভারপুলকে ৫-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রেখেছিল চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দলটি। দ্বিতীয় লেগে মিরাকলের আশায় নেমে ব্যর্থ লিভারপুল।
বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে বড় জয় তো দূরের কথা ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ইর্য়গেন ক্লপের শিষ্যদের।
৫৪ শতাংশ সময় বল দখলে রাখা রিয়াল গোলের জন্য ১৭টি শট নেয়, এর ৮টি ছিল লক্ষ্যে। চলতি মৌসুমে উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া লিভারপুলের ৯ শটের ৫টি ছিল লক্ষ্যে।
ম্যাচের একমাত্র গোলটি আসে ৭৮তম মিনিটে। ভিনিসিউসের পাসে গোল করে ব্যবধান গড়ে দেন করিম বেনজেমা।
দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে শেষ আটে জায়গা করে নিয়েছে আনচেলত্তির শিষ্যরা।
এর আগে শেষ আটে খেলা নিশ্চিত করেছে নাপোলি, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, চেলসি, বেনফিকা, এসি মিলান, ও ইন্টার মিলান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.