লিভারপুলকে ইউরোপের সেরা ক্লাব বললেন সালাহ

 

বিটিসি স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে লিভারপুলকে ইউরোপের সেরা ক্লাব বললেন মোহামেদ সালাহ।
গতকাল বৃহস্পতিবার (০৫ মে) রাতে লন্ডনে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার হাতে নিয়ে এমনটি জানান লিভারপুলের এই তারকা ফরোয়ার্ড।
এনিয়ে দ্বিতীয়বারের মতোর মর্যাদাপূর্ণ পুরস্কারটি গ্রহণ করলেন সালাহ। এর আগে ২০১৮ সালে কিয়েভে চ্যাম্পিয়নস লিগে ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে প্রথমবার সম্মানীত হন মিশরীয় তারকা।
সেবারের ফাইনালটি অবশ্য সালাহর জন্য ভুলে যাওয়ার মতো। প্রতিপেক্ষর সার্জিও রামোসের ট্যাকেলে মাত্র প্রথমার্ধেই চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। পরে ৩-১ গোলে জিতে শিরোপা উৎসব করে রিয়াল।
গোল্ডেন বুটের তালিকায় থাকা ও গোলে সর্বোচ্চ অ্যাসিস্ট করা সালাহ বলেন, ‘ইতিহাস দেখলে তারা (মাদ্রিদ) অভিজ্ঞতায় আমাদের থেকে অনেক এগিয়ে এবং তারা জানা খেলাটি কিভাবে খেলতে হয়। তবে আমাদের অনেক ভালো খেলোয়াড় আছে এবং আমাদের কোচও খুব অভিজ্ঞ। আমার মতে আমরা ইউরোপের সেরা দল, হয়তো বিশ্বেরও। আমরা সবাই জয়ের জন্যই অপেক্ষা করছি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.