লিবিয়ার উপকূল থেকে ৩১৮ অবৈধ অভিবাসী উদ্ধার

(লিবিয়ার উপকূল থেকে ৩১৮ অবৈধ অভিবাসী উদ্ধার–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) গতকাল সোমবার (১৫ ফেব্রুয়ারী) এক বিবৃতিতে জানায়, গত সপ্তাহে লিবিয়ার উপকূল থেকে ৩শ’র বেশী অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। পরে তাদের লিবিয়াতে ফেরত পাঠানো হয়।
চীনা বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে জানা যায়, জাতিসংঘ অভিবাসন সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘গত ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি এই সাতদিনে ৩১৮ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয় বা সমুদ্র পথে অন্য কোন দেশে যাওয়া ঠেকিয়ে দিয়ে তাদেরকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়।’
বিবৃতিতে বলা হয়, ২০২১ সালের এ পর্যন্ত মোট ২ হাজার ২৭৪ অবৈধ অভিবাসীকে সমুদ্র পথে যাত্রা থেকে উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ৩১৩ নারী ও ১৬০ শিশু রয়েছে।অভিবাসন সংস্থা আরও জানায়, চলতি বছরের এ পর্যন্ত ভূমধ্যসাগর পথে ২০ অবৈধ অভিবাসী প্রাণ হারিয়েছে এবং আরো ৭০ জন নিখোঁজ রয়েছে।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর উত্তর আফ্রিকার এ দেশের রাষ্ট্রীয় অনিরাপত্তা ও বিশৃংখলার সুযোগকে কাজে লাগিয়ে হাজার হাজার অবৈধ অভিবাসীকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের কোন দেশে চলে যেতে অধিকাংশ ক্ষেত্রে লিবিয়কে বেছে নিতে দেখা যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.