লিওনেল মেসি বিশ্বকাপ অনুশীলনে যোগ দিয়েছেন

 

বিটিসি নিউজ ডেস্ক: বিশ্বকাপকে সামনে রেখে বুয়েন্স আয়ার্সের আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি।

মেসির সুবাদে এবারের ঘরোয়া মৌসুমে বার্সেলোনা দুটি শিরোপা দখল করে। লা লিগায় ৩৪ গোল করে মেসি রেকর্ড পঞ্চমবারের মত ইউরোপীয়ান গোল্ডোন সু অর্জন করেছেন।

এখন আর্জেন্টাইন এই অধিনায়কের একটাই লক্ষ্য, বিশ^কাপে দলকে অধরা শিরোপাটা উপহার দেয়া। কোচ জর্জ সাম্পওলির অধীনে মেসি তাই সতীর্থদের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন।

বিশ^কাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, নাইজেরিয়া ও আইসল্যান্ড। ( সূত্র: বাসস )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.