লালমনিরহাট ব্যাটালিয়ন অভিযানে ৪০১ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর আওতাধীন বালারহাট বিওপি’র সদস্যগণ অদ্য আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) ২০১৯ তারিখে সীমান্ত পিলার ৯৩১/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালাটারী নামক এলাকা হতে ৪০১ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে।
জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ১,৬০,৪০০/- (এক লক্ষ ষাট হাজার চারশত) টাকা। অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য যে, সীমান্তবর্তী মানুষকে অবৈধ অনুপ্রবেশ, চোরাকারবারী এবং আন্তঃ সীমান্ত অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্যাপক গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি।

সীমান্তবাসীদের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সাথে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা সীমান্তকে আরো নিরাপদ ও সুরক্ষিত রাখতে সহায়তা করবে বলে আমরা আশা করি।সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.