লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

লালমনিরহাট প্রতিনিধিঃ  লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের আওতাধীন জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউজ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ২০ গ্রেডের শূন্যপদে নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আগামী ২১ ও ২২ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য উল্লেখ করে জানানো হয়েছে, মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তিতে জানানো হবে।
পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় লালমনিরহাট জেলা প্রশাসকের ওয়েবসাইটে (www.lalmonirhat.gov.bd) প্রকাশ করা হবে বলে আজ সোমবার, ১৭ জুনের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.