লালমনিরহাটে সময় টিভির ভূয়া সাংবাদিক গাঁজাসহ আটক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের তিস্তা টোল প্লাজায় পুলিশ চেকিং চলাকালে সময় টেলিভিশনের পরিচয়ধারী এক ভূয়া সাংবাদিককে গাঁজাসহ আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (০২ আগস্ট) দুপুরে জেলার সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজার পাশে পুলিশ চেকিং সময় এই ভূয়া সাংবাদিক আটক হয়। গাঁজাসহ আটককৃত ভূয়া সাংবাদিকের নাম জসিম উদ্দিন বাবু (৩২)। সে কুড়িগ্রাম সদর উপজেলার কালেমৌজা এলাকার মৃত আব্দুস সালামের পুত্র।
জানা যায়, মঙ্গলবার দুপুরে তিস্তা টোল প্লাজায় পুলিশ চেকিং এর সময় সদর থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে চেকিং চলাকালে একজন মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে টোল প্লাজা পার হওয়ার চেষ্টা করে। তার চলাচলের গতিবিধি সন্দেহ হলে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ ও চেকিং করলে গাড়িতে থাকা একটি সাদা রঙের বাজার করা ব্যাগে দুই কেজি গাঁজা ও গলায় একটি সময় টেলিভিশনের ভূয়া আইডি কার্ড ঝুলানো অবস্থায় আটক করে।
আইডি কার্ডটিতে সময় টিভির লোগো ব্যবহার করেছে চতুর এই মাদক কারবারি। আইডি কার্ডটি সন্দেহজনক হওয়ায় যাচাই করে ভূয়া বলে জানতে পারে পুলিশ।
গাজাসহ আটককৃত ভূয়া সাংবাদিক জসিমের নিকট উদ্ধার হওয়া আইডি কার্ডটিতে কুড়িগ্রামের স্টাফ রিপোর্টার পদবিসহ সময় টিভির নাম,লোগো এবং আইডি নাম্বার rks 03, রক্তের গ্রুপ-বি+এবং ০১৯৫১৭৩৫৮৩৫ মোবাইল নাম্বার উল্লেখিত যে আইডি কার্ডের মেয়াদ ১ জানুয়ারি ২০৩০ পর্যন্ত উল্লেখ করা রয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদ আলম বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, আটককৃত ভূয়া সাংবাদিককে দুই কেজি গাঁজা ও একটি পালসার মোটরসাইকেল এবং একটি সময় টিভির ভূয়া আইডি কার্ডসহ আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.