লালমনিরহাটে বিদেশ ফেরত ৩ জন হোম কোয়ারেন্টাইনে

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলায় বিদেশ থেকে আসা দুইজন পুরুষ ও এক নারীকে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। লালমনিরহাট জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদেরকে পর্যবেণে রেখেছে।
আজ সোমবার (১৬ মার্চ) বিকেল ৫টায় লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডা.নির্মলেন্দুর রায় সত্যতা নিশ্চিত করেছেন।
লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডা.নির্মলেন্দুর রায় বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদেশ ফেরত ৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। কোয়ারেন্টাইনে থাকা এসব ব্যক্তিদের পর্যবেক্ষণ করছেন জেলা স্বাস্থ্য বিভাগ। স্থানীয় চেয়ারম্যান দায়িত্ব দেওয়া হয়েছে তাদের দেখাশোনার জন্য।
হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের মধ্যে রয়েছেন আমেরিকা ফেরত ২ জন, দক্ষিণ কোরিয়া ফেরত ১ জন।
তিনি আরও জানান, এসব প্রবাসীদের নাম-ঠিকানা নিয়ে জেলা স্বাস্থ্যবিভাগ তাদের প্রত্যেককে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.