লালমনিরহাটে প্রায় ২ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

লালমনিরহাট প্রতিনিধি: আগামী ২২ জুন শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে লালমনিরহাটে ১ লক্ষ ৯২ হাজার ৮৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ১ হাজার ১ শত ২৬ টি কেন্দ্রে নিয়োজিত থাকবে স্বাস্থ্য কর্মী ৩৬৩ জন,পরিবার পরিকল্পানা কর্মী ২৩৫ জন ওস্বেচ্ছা সেবক ২ হাজার ২ শত ৫২ জন।

ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত  একযোগে সারা জেলায় বিরতিহীনভাবে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

আজ ২০ জুন বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৩টায় সিভিল সার্জন হলরুমে অনুষ্ঠিত সাংবাদিক ওরিয়েন্টেশনে সিভিল সার্জন ডাঃ কাশেম আলী এসব তথ্য তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য প্রকল্প অফিসার আলাদ্দিন, সিভিল সার্জন অফিসরে এমওসিএস ডাঃ দিপঙ্কর রায়সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় সিভিল সার্জন বলেন, এ বারে লালমনিরহাট জেলায় ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ১ লক্ষ ৭২ হাজার। ৬ থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ৭ শত।

১২-৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ৩ শত ২৮ জন ও ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ৬০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে।

এ ক্যাম্পেইন বাস্তবায়নে লালমনিরহাটে ৪৬ টি ইউনিয়নে ও ২ টি পৌরসভা এলাকায় ১ হাজার ১ শত ২৬ টি টিকাদান কেন্দ্র, স্বাস্থ্য কর্মী ৩ শত ৬৩ টি, পরিবার পরিকল্পনা কর্মী ২ শত ৩৫ ও স্বেচ্ছাসেবক ২ হাজার ২ শত ৫২ জন দায়িত্ব পালন করবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট  প্রতিনিধি হাসানুজ্জামান হাসান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.