লালমনিরহাটে চালের বাজারে অভিযান, ৯ মজুতদারকে জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের বিভিন্ন চালের বাজারে অবৈধ মজুদ বিরোধী অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে অবৈধভাবে চাল মজুদ করায় ৯ জন মজুদারকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং জেলা সদরের তিনটি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের লালমনিরহাট কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার চালের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারে নজরদারি ও তদারকি বৃদ্ধি করেছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার সকালে সদর উপজেলার মোগলহাট, দুরাকুটি, জেলা শহরের ডালপট্টি, গোশালা বাজার, সেনামৈত্রী হকার্স মার্কেটে সদর উপজেলা খাদ্য কর্মকর্তা, জেলা সেনেটারী ইন্সপেক্টর এবং আনসার ব্যাটালিয়নের সহযোগিতা নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
যেসব মজুদদার খাদ্য বিভাগের লাইসেন্স ছাড়াই চাল মজুদ করেছে মূলত তাদেরকে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের লালমনিরহাটের সহকারী পরিচালক এএসএম মাসুম-উদ-দৌলা বলেন, যারা এক মেট্রিক টনের নিচে মজুদ করবে তাদের ট্রেড লাইসেন্স এবং যারা এক মেট্রিক টনের ঊর্ধ্বে মজুদ করবে তাদের অবশ্যই খাদ্য বিভাগের যথাযথ লাইসেন্স থাকতে হবে।
অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৯ জন মজুদদারের মোট ৪৭ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও তিনি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.