লালমনিরহাটে করোনায় প্রাণ গেল শিক্ষকের

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী (৪৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ সোমবার (০৫ জুলাই) দুপুরে লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল রোববার রাতে জেলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ নিয়ে লালমনিরহাটে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৩১ জনে। এই ৩১ জনের মধ্যে শিক্ষক ছয় জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় লালমনিরহাটে করোনা শনাক্তের হার ৩৪ শতাংশ। এ সময়ে ১৪১ জনের করোনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৪৮ জন। জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন এক হাজার ৬৩৫ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ২৪১ জন।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বিটিসি নিউজকে বলেন, হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে শয্যা বাড়িয়ে ২০ থেকে ৫০টি করা হয়েছে। হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় রোগীর অবস্থা সঙ্কটাপন্ন হলে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.