লালমনিরহাটে এনএসআই পরিচয়ে চাঁদাবাজি, আটক-২

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এ্যাসিসটেন্ট ডাইরেক্টর ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় দুই প্রতারককে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৪মে) রাত ৮ টার দিকে লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শহরের জেলা পরিষদ ডাক বাংলো থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শহরের খাতাপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে আরিফুল ইসলাম সূজন (২৫) ও সাহেবপাড়া এলাকায় নূরুল হকের ছেলে রাশেদ বাবু (৩৩)।
জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে কয়েকজন দূর্বৃত্ত নিজেদের  সাংবাদিক ও এনএসআইয়ের উর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে জেলা পরিষদের ডাক বাংলোয় অবস্থানকারী লালমনিরহাট ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ ডক্টর ওমর ইবনে হাছানের কক্ষে প্রবেশ করে।
এদের মধ্যে আরিফুল ইসলাম সুজন নিজেকে এনএসআইয়ের এডি ও রাশেদ বাবু বাংলার সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয় দিয়ে ইসলামী ফাউন্ডেশনের তত্তাবধানে নির্মিত ৬টি মডেল মসজিদের কাজ বাবদ দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেন।
এ সময় উপ-পরিচালক ওমর ইবনে হাছান কৌশলে পুলিশ সুপারকে ফোন দিয়ে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ এসে ওই দুই প্রতারককে আটক করতে পারলেও তাদের অন্য সঙ্গীরা এসময় দ্রুত পালিয়ে যায়।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.