BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

লালমনিরহাটের হাতীবান্ধায় সারের জন্য কৃষকদের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের হাতীবান্ধায় সারের জন্য কৃষকদের মহাসড়ক অবরোধ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চাহিদামতো সার না পাওয়ায় লালমনিরহাট–বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ কৃষকেরা।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার অডিটোরিয়াম চত্বর এলাকায় ‘মেসার্স মোর্শেদ সার ঘর’-এর সামনে সার সংকটের প্রতিবাদে কৃষকেরা মহাসড়ক অবরোধ শুরু করেন।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক দিন ধরে কৃষকেরা ওই বিক্রয়কেন্দ্র থেকে সার পাচ্ছিলেন না। কেন্দ্রটি আগে জানায় যে আজ সকালে সার দেওয়া হবে। এ খবর পেয়ে সিংগিমারী ইউনিয়নের বহু কৃষক সকালেই সেখানে সার নিতে যান। কিন্তু কয়েকজনকে সামান্য সার দেওয়ার পর বিক্রয়কেন্দ্রটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। পরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা কার্তিক বর্মনের সহযোগিতায় ডিলার খুচরা ব্যবসায়ীদের কাছে সার বিক্রি করতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। প্রায় এক ঘণ্টা ধরে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ থাকে।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কৃষকদের অভিযোগ, তারা সকালে সার নিতে গিয়ে জানতে পারেন চাহিদামতো সার দেওয়া হবে না। বরং উপ-সহকারী কৃষি কর্মকর্তা কার্তিক বর্মনের সাথে ডিলার মিলে দোকানদারদের কাছে সার বিক্রি করতে থাকায় তারা বিক্ষুব্ধ হয়ে অবরোধে নামেন।

স্থানীয় কৃষক জাহিদুল ইসলাম জানান, তার দুই বিঘা জমিতে ইউরিয়া সার প্রয়োজন। কয়েক দিন ধরে সার না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন। আজ সার দেওয়ার কথা থাকলেও আমাদের মতো অনেক কৃষককে সার দেওয়া হয়নি। পরে দেখি তারা চুপিসারে দোকানদারদের কাছে সার দিচ্ছে।

কৃষক কসমত আলী বলেন, খেতে এখনই সার দিতে হবে, নইলে ভুট্টা লাগাতে পারব না। বেশির ভাগ কৃষকই সার পাচ্ছেন না।

মেসার্স মোর্শেদ সার ঘরের স্বত্বাধিকারী মঞ্জুর মোর্শেদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা বলেন, কতবস্তা গেছে আর কতটুকু মজুদ রয়েছে হিসাব করব। যদি অনিয়ম থাকে তাহলে ডিলার পয়েন্ট বাতিল করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইসলামপুরে যমুনার দূর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শনে জামালপুর পুলিশ সুপার কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে – তথ্য ও সম্প্রচার সচিব সনদ জালিয়াতির অভিযোগে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা চাকরিচ্যুত হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার ইসলামপুরে লুট হচ্ছে ফসলি জমির টপ সয়েল’ ঝুঁকিতে কৃষি রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত-৩ নয় ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের আগুন ফরিদপুরে রিয়াল-বার্সা ম্যাচে উল্লাস নিয়ে দ্বন্দ্ব, জুনিয়রদের বাথরুমে আটকে নির্যাতনের অভিযোগ