লালমনিরহাটের নব্য জেএমবি সাকিব ঢাকায় গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা থানা পুলিশ নব্য জেএমবি’র সদস্য নাজমুস সাকিব (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার রাতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সহযোগীতায় ঢাকার খিলগাঁও এলাকা থেকে সাকিবকে গ্রেপ্তার করে হাতিবান্ধা থানা পুলিশের একটি দল।
এ তথ্যের সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম।
নাজমুস সাকিব হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামের কোরবান আলীর সন্তান বলে জানা গেছে।
ওসি এরশাদুল আলম বিটিসি নিউজকে বলেন, নব্য জেএমবি সদস্য নাজমুস সাকিবের নামে পুলিশ সদস্য আহত ও সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলো আদালত। ওই মামলায় সিটিটিসি সদস্যদের সহযোগীতায় সাকিবকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, গ্রেপ্তার সাকিবকে আজ বুধবার দুপুরে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে। সাকিবের বড় ভাই রাকিবও নব্য জেএমবির সদস্য। রাকিব বর্তমানে লালমনিরহাট কারগারে আছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.