লালপুরে ৩.৮ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন


নাটোর প্রতিনিধি: ভূ- উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষনের মাধ্যমে নাটোর জেলার সেচ সম্প্রসারণ প্রকল্পের (ইআইএনডি) আওতায় নাটোরের লালপুর উপজেলার বসন্তপুর বিলে ৩.৮ কিলোমিটার দীর্ঘ খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (০১ এপ্রিল) দুপুরে বসন্তপুর বিলে এ খাল খননের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
দুড়দুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্ব অনুষ্ঠিত ও হীরেন্দ্রনাথ মন্ডলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নাটোর জেলার নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক মুকুল, দুড়দুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যন আজিজুল আলম মক্কেল, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ এর সহকারী প্রকৌশলী নিজামুল হক, লালপুর উপজেলা সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ প্রমুখ।
সাংসদ শহিদুল ইসলাম বকুল বলেন, এলাকায় অপরিকল্পিতভাবে পুকুর খননের ফলে বর্ষা মৌসুমে এ বিলে পনি নিস্কাশনের ব্যাবস্থা না থাকায় পানি জমে শত শত হেক্টর জমির ফসল নষ্ট হয়। শত শত বাড়ি-ঘর, রাস্তা- ঘাট ডুবে যাওয়া সহ হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। তাদের কষ্টের কথা বিবেচনা করে ১০ মিটার টপ ও ৪ মিটার তলা বিশিষ্ট এ খাল খননের ফলে এলাকার দীর্ঘ দিনের সমস্যার সমাধান হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.