লালপুরে মুক্তিযোদ্ধাদের নাম ফলকের ভিত্তি প্রস্তর স্থাপন

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান চকনাজিরপুর উচ্চ বিদ্যালয়ের ১০০(একশত) বছর পূর্তী উপলক্ষে বিদ্যালয়ের ২৪জন মুক্তিযোদ্ধা শিক্ষার্থীদের  নাম ফলকের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ শনিবার সকালে বিদ্যালয় চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জমসেদ আলী সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথ হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ্রিয়াজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, গোপালপুর পৌর মেয়র নজরুল ইসলাম মোলম, উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান মনোয়র হোসনে মনি, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, গোপালপুর পৌর সাবেক মেয়র মুনজুরুল ইসলাম বিমল সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালপুর (নাটোর) প্রতিনিধি নেওয়াজ মাহমুদ নাহিদ। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.