লালপুরে ভাংচুর ও মারপিটের ঘটনায় ৪ জনের নাম উলে­খ করে ২শ জনের বিরুদ্ধে মামলা


নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে ভাংচুর ও সহকারী স্টেশন মাস্টারকে পারপিটের ঘটনায় ৪ জনের নাম উলে­খ করে ২শ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
এঘটনায় আজ সোমবার আটককৃত ৪ জন যুবককে আদালতে পাঠানো হয়েছে। রবিবার রাতে আজিমনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আমিনুল ইসলাম বাদী হয়ে জি, আরপি থানায় মামলা দায়ের করেন বলে জানা গেছে।
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবীতে রবিবার মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও রেলপথ অবরোধ করেন এলাকাবাসী। পরে বিক্ষোভ কারীরা স্টেশনের টিকেট কাউন্টারের জানালার গ্লাস ভাংচুর সহ সহকারী স্টেশন মাস্টারকে মারপিট করেন।
এঘটনায় ওই দিন নাদিম, শরিফুল ইসলাম সবুজ, মমিন, রিজুয়ান নামের চার যুবককে আটক করেন পুলিশ। ঈশ্বরদী জি,আরপি থানার ওসি মিহির কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.