লালপুরে টিসিবির পন্য বিক্রয়

লালপুর (নাটোর) প্রতিনিধি: নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) প্রভাবে বিপাকে পড়া মানুষের মাঝে টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) থেকে পণ্য বিক্রয়ের কার্যক্রম শুরু করা হয়েছে।

আজ মঙ্গলবার নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন এলাকায় পণ্য বিক্রয় শুরু করেন টিসিবির আল-আমিন ট্রেডার্স ।করোনার প্রভাবে ঘরবন্দি হয়ে হতাশ হয়ে পড়া মানুষেরা সামাজিক দুরুত্ব বজায়

রেখে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে টিসিবির পণ্য সংগ্রহ করছেন। উক্ত বিক্রয় কার্যক্রমের উদ্বোধন ও জনগণকে করোনা প্রতিরোধে সাবধান করেন  উপজেলা ভাইস চেয়াম্যান মনোয়ার হোসেন মনি ।

এসম উপস্থিত ছিলেন ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়। পণ্যের মধ্যে চিনি ও মসুর ডাল কেজিপ্রতি ৫০ টাকা দরে এবং সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা দরে বিক্রি করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালপুর (নাটোরপ্রতিনিধি নাহিদ হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.