করোনায় বিশ্বব্যাপী মৃত্যু ১ লক্ষ ৭০ হাজার ছাড়াল

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস ছড়িয়েছে সারাবিশ্বে। আক্রান্ত ও মৃত্যুর মিছিল যেন থামছেই না। বরং প্রতি মুহূর্তে বাড়ছে এ সংখ্যা। 

ওয়ার্ল্ডোমিটারের দেয়া তথ্য মতে, আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারাবিশ্বে ২৪ লক্ষ ৮১ হাজার ২৮৭ জন কভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। আর এ মহামারীতে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭০ হাজার ৪৩৬ জনের। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ লক্ষ ৬৪ হাজার ৮৫৪ জন।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ হাজার ৫১৪ জন। আর দেশটিতে আক্রান্ত হয়েছে ৭ লক্ষ ৯২ হাজার ৭৫৯ জন। স্পেনে ২০ হাজার ৮৫২ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২১০। আর  ইতালিতে মারা গেছে ২৪ হাজার ১১৪ জন। আর সেখানে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮১ হাজার ২২৮ জন। আর ফ্রান্সে ২০ হাজার ২৬৫ জনের মৃত্যু এবং ১ লক্ষ ৫৫ হাজার ৩৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনার রোগী শনাক্ত হয়। এরপর থেকে গতকাল সোমবার (২০ এপ্রিল) পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৪৮ জন, মৃত্যু হয়েছে ১০১ জনের। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.