লালপুরে ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ এপ্রিল) সকালে ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়নের সর্বস্থরের জনগনের মতামতের ভিত্তিতে সংযোজন, বিয়োজন, সংশোধন, পরিবর্তন ও পরিমর্জন করে চূড়ান্ত বাজেট ঘোষণা করেন ওয়ালিয়া ইউপি সচিব (ভারপ্রাপ্ত) আহম্মদ আলী। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয় ১ কোটি ৬৩ লক্ষ ৬৫ হাজার ৫শত ৯১ টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয় ধরা হয় ১ কোটি ৬৩ লক্ষ ৬৫ হাজার ৫শত ৯১ টাকা।

উন্মুক্ত বাজেট অধিবেশনে ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ওয়ালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম সরকার, ওয়ালিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সামাদ, লালপুর থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুল আলম, ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আক্তারুজ্জামান, সাবেক শিক্ষক তফিজ উদ্দিন প্রমুখ। এছাড়াও ইউনিয়ন পরিষদের সকল সদস্য-সদেস্যা ও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধী জন উপস্থিত ছিলেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.