লক্ষ্মীপুরে আওয়ামী সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব কায়েম করছে : এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি: আজ শনিবার সকালে শহরের নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর-৩ সদর আসনের জাতীয় ঐক্যফ্রন্ট জোটের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অভিযোগ করে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরে আওয়ামী সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব কায়েম করছে। তারা লক্ষ্মীপুরকে ভূতুড়ে ও বিপদজনক শহরে পরিণত করেছে।

তিনি আরো বলেন, গত কয়েকদিন ধরে আমার নির্বাচনী এলাকায় আমার প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কার প্রতীকের প্রার্থী তার স্বশস্ত্র ক্যাডার বাহীনি দিয়ে হামলা চালিয়ে আমার নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরসহ নেতা কর্মীদের পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে। এছাড়া প্রশাসন আমার নেতাকর্মীদের নির্বাচনী চালানো অবস্থায় কোনো ওয়ারেন্ট ছাড়াই আটক করছে ও নির্বাচনী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য হুমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, পৌর যুবদলের সভাপতি হুমায়ুন কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.