র‍্যাব-৫ এর অভিযানে পিয়াজ বোঝায় ট্রাকসহ ফেন্সিডিল ও নগদ টাকা উদ্ধার, ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশনিক দল গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) ২০২০ ইং তারিখ সন্ধা ৭টা ২০ মিনিটের দিকে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অপারেশনটি রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় পরিচালনা করে পিয়াজ বোঝায় ট্রাকে করে অবৈধ ফেন্সিডিল পাচার কালে ০২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, ১। মোঃ ইউসুফ আলী (৩২), পিতা- মৃত মাজুয়া, সাং- বিদিরপুর, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ, ২। মোঃ সালাম (২৮), পিতা- মৃত আব্দুল হামিদ, সাং- দিঘলিয়া বিলচান্দর, থানা- ফরিদপুর, জেলা- পাবনা। গ্রেফতারকৃত আসামীদের কাছে থেকে যথাক্রমে, (ক) ৫১৪ (পাঁচশত চৌদ্দ) বোতল ফেন্সিডিল, (খ) ০১ টি ট্রাক, (গ) ১৩,২২০ (তের হাজার দুইশত বিশ) কেজি পেঁয়াজ, (ঘ) ০২ টি মোবাইল ফোন, (ঙ) ০৪ টি সিমকার্ড, (চ) ০১ টি মেমোরীকার্ড, (ছ) মাদক বিক্রয়লদ্ধ নগদ ৯,৫০০ (নয় হাজার পাঁচশত) টাকা (জ) গাড়ীর কাগজপত্র, (ঝ) ০১ টি চালান কপি জব্দ করা হয়।
হাতে নাতে গ্রেফতার হওয়ার পরে, মাদক ব্যাবসায়ীরা র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাক্ষীদের সম্মুখে তাদের অপরাধ স্বীকার করে। এছাড়াও ফেন্সিডিল গুলো পিয়াজ বোঝায় ট্রাকে করে  বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছে বলিয়াও উপস্থিত সাক্ষীদর সম্মুখ স্বীকার করে।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, মাদক বিরোধী অভিযানটি পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতারের বিষয়টি গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) ২০২০ ইং গভীর রাতে র‍্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প থেকে ই-মেইলের মাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিসি নিউজকে নিশ্চিত করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.