র‌্যাব-৭ এর অভিযানে ৫৭ লক্ষ টাকার ইয়াবা জব্দ, রোহিঙ্গাসহ গ্রেফতার-৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে আনুমানিক ৫৭ লক্ষ টাকা মূল্যের ১৮ হাজার ৮১৫ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। এদের মধ্যে দুইজন রোহিঙ্গা রয়েছে।
আজ শনিবার (১৯ জুন) এ তথ্য বলেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো.নুরুল আবছার।
আটকৃতরা হলেন, রোহিঙ্গা কক্সবাজার জেলার উখিয়া থানার জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর মো. খবিরের ছেলে মো. নুর (২৯), একই থানার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-এম ৮ এর আব্দুর রহমানের ছেলে মো. মাহামুদুল্লাহ (৩৪) ও কক্সবাজার জেলার সদর থানার হালিমা পাড়ার কবির আহম্মেদের ছেলে মো. মাহাবুবুর রহমান।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিটিসি নিউজকে বলেন, গোপন সংবাদের মাধ্যমে গতকাল শুক্রবার (১৮ জুন) বিকাল পৌনে ৪টার দিকে শুলকবহর এলাকায় অভিযান চালিয়ে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছিল। এদের মধ্যে ২ জন রোহিঙ্গা ও একজন কক্সবাজারের বাসিন্দা। এ সময় রোহিঙ্গাদের কাছ থেকে ছয়টি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৭ লক্ষ টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাচঁলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স..জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.