র‌্যাব-৫ এর ভ্রাম্যমান আদালতে ১৪ মাদক সেবীর ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান

বিশেষ প্রতিনিধি: সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গত বৃহস্পতিবার (৩০শে জানুয়ারী) ২০২০ ইং সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকা হইতে রাত্রি সাড়ে ১১ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করেন।

অভিযানটি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডি কড়াইতলা এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিচালনা করে ১৪ জন মাদক সেবিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন যথাক্রমে, ১। মোঃ মোক্তার ভান্ডারী (৪৬), পিতা- মৃতঃ মুছাশেখ, সাং- মেহেরচন্ডি, থানা- চন্দ্রিমা ২। মোঃ এনামুল ভান্ডারী (৪০), পিতা- মৃতঃ আক্কাছ আলী, সাং- ছোটবনগ্রাম, থানা- চন্দ্রিমা ৩। মোঃ  লিটন (৪৫), পিতা- ছালামত, সাং- মেহেরচন্ডি কড়াইতলা, থানা- চন্দ্রিমা ৪। মোঃ আঃ হালিম (২২), পিতা- আনিছুর রহমান, সাং- বড়বনগ্রাম, থানা- শাহমখদুম ৫। মোঃ হাসান (২৫), পিতা- মোঃ হাফি শেখ, সাং- আসাম কলোনী, থানা- চন্দ্রিমা, ৬। মোঃ মধু (২৯), পিতা- হারেজ আলী, সাং- মেহের চন্ডি, থানা- চন্দ্রিমা, ৭। মোঃ সুমন আলী, (২৮), পিতা- মোঃ কুদ্দুস, সাং- চকপাড়া, থানা- চন্দ্রিমা ৮। মোঃ রানা (২৭), পিতা- মোঃ মজিদ মোল্লা, সাং- ধরমপুর, থানা- মতিহার ৯। মোঃ জসিম উদ্দিন (২৭), পিতা- মৃতঃ ইশরাম আলী, সাং- মেহেরচন্ডি, থানা- চন্দ্রিমা, ১০। মোঃ রাব্বি হোসেন (২২), পিতা- ফরহাদ হোসেন, সাং- মেহেরচন্ডি কড়াইতলা, থানা- চন্দ্রিমা, ১১। লিটন আলী (৩০), পিতা- আমজা আলী, সাং- মেহেরচন্ডি কড়াইতলা, থানা- চন্দ্রিমা, ১২। মোঃ সাপিল আলী, (২৮), পিতা- মৃতঃ করিম, সাং- মেহেরচন্ডি কড়াইতলা, থানা- চন্দ্রিমা ১৩। মোঃ রমজান (৪৫), পিতা- ওহিদুল শেখ, সাং- মেহেরচন্ডি কড়াইতলা, থানা- চন্দ্রিমা, ১৪। মোঃ মুশফিকুর (৪০), পিতা মৃত কবির উদ্দিন, সাং- মেহেরচন্ডি কড়াইতলা, থানা- চন্দ্রিমা, সর্ব রাজশাহী মহানগর।

আসামীদের কাছে থেকে ৩০ গ্রাম গাঁজা এবং ০২ টি কলকি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামীদের ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে এবং রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.