র‌্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ১৪ মাদকসেবী আটক


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মাদক বিরোধী অভিযানে অংশ হিসেবে আজ সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন পৌরসভাস্থ রেহাইচর আদর্শগ্রাম ডাঃ আ. আ. ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামের দক্ষিনপূর্ব কোনায় গ্যালারির নিচে প্রকাশ্যে মাদক সেবনকালে ১৪ জন মাদকসেবীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

র‌্যাবের এক প্রেসনোটে আজ সোমবার দুপুরে জানানো হয়, আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে সাড়ে ১১টা র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ডাঃ আ. আ. ম মেসবাহুল হক (বাচ্ছু ডাক্তার) স্টেডিয়ামের দক্ষিনপূর্ব কোনায় গ্যালারির নিচে অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে মোট ১৪ জন মাদকসেবীকে আটক করে। আটককৃতরা হচ্ছে, প্রান্তিক পাড়ার মোঃ মোহসীন আলী (৩৮), চাঁদলাই জোড়বাগানের মোঃ আব্দুল মালেক (৬০), চরবাগডাঙ্গা কটাপাড়ার মোঃ ইসমাইল হোসেন (৩৫), হুজরাপুর জিয়ানগরের মোঃ সেলিম রেজা (৪০), পোলাডাঙ্গার মোঃ আলতাফ হোসেন (৫৫), গোমস্তাপুর বৈততলার মোঃ সেন্টু (৫০), রেহাইচর নামোপাড়ার মোঃ আরিফ হোসেন (২৭), দাইপুকুরিয়া এখলাসপুরের মোঃ পলাশ হোসেন (৩০), রেহাইচর হঠাৎ পাড়ার মোঃ সাদিকুল ইসলাম (৫৫), আজাইপুর বাগানপাড়ার মোঃ সারিউল হক (৫৫), রামচন্দ্রপুর হাটের মোঃ কামাল হোসেন (৪০) ও মোঃ সেলিম রেজা (৩২), কৃষ্ণগোবিন্দপুরের মোঃ আলী হোসেন (২৬) ও মোঃ সাহারুল (৩০)। এসময় ১০ গ্রাম গাঁজা, ২ বোতল ফেনসিডিল, ২ পিচ ইয়াবা ট্যাবলেট, ০.৫ গ্রাম হেরোইন, ৩টি কলকী এবং ৪টি গ্যাস লাইট উদ্ধার করা হয়। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.