র‌্যাগিং ও মাদকবিরোধী শোভাযাত্রা করতে যাচ্ছে রাবি প্রসাশন

 

 রাবি প্রতিনিধি: আগামী ২৮ জানুয়ারি রোজ সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় প্রসাশন ভবনের সামনে থেকে র‌্যাগিং এবং মাদক বিরোধী শোভাযাত্রা শুরু হওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও র‌্যাগিং ও মাদক প্রতিরোধ কমিটির আহবায়ক অধ্যাপক ড.মো.লুৎফর রহমান ।

উক্ত শোভাযাত্রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এম আবদুস সোবহান,প্রশাসনিক উর্দ্ধতন ব্যক্তিবর্গ ও অন্যান্য আমন্তিত অথিতিবৃন্দ উপস্থিত থাকবেন । গত দুইবছর থেকে ক্যাম্পাসে র‌্যাগের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উল্লেখ্য ২০১৮-২০১৯শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা যাতে র‌্যাগের শিকার না হয় সেই উদ্দেশ্য ২৭ সদস্য একটি কমিটি গঠন করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। র‌্যাগিং একটি সামাজিক অপরাধ এর ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত এবং র‌্যাগিং এর শিকার শিক্ষার্থীদের মানসিক সমস্যার সৃষ্টি হয় ।

তাই বিশ্ববিদ্যালয়ে কোন র‌্যাগিং করা যাবে না,র‌্যাগিং করার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালেয়র প্রক্টর ।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রা.বি. প্রতিনিধি মোঃ মুজাহিদ হোসেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.