র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে উঠে এলেন ফ্রেঞ্চ ওপেন বিজয়ী নাদাল

বিটিসি স্পোর্টস ডেস্ক: সদ্য প্রকাশিত এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এলেন ফ্রেঞ্চ ওপেন বিজয়ী রাফায়েল নাদাল।
এদিকে নাদালের কাছে ফাইনালে পরাজিত কাসপার রুডেরও অবস্থানের উন্নতি হয়েছে। নরওয়ের এই তারকা দুই ধাপ উন্নতি হয়ে র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে উঠে এসেছেন।
রুডকে ফাইনালে ৬-৩, ৬-৩, ৬-০ গেমে উড়িয়ে দিয়ে ক্যারিয়ারের ১৪তম ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয় করার কৃতিত্ব দেখান নাদাল। এর মাধ্যমে স্ল্যাম জয়ের রেকর্ড ২২-এ নিয়ে গেছেন এই অভিজ্ঞ স্প্যানিয়ার্ড।
রোলা গ্যাঁরোতে নাদালের কাছে কোয়ার্টার ফাইনালে পরাজিত সার্বিয়ান নোভাক জকোভিচ ডানিল মেদভেদেভের থেকে এগিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ধরে রেখেছেন। 
তৃতীয় স্থানে রয়েছেন জার্মানীর আলেক্সান্দার জেভরেভ।
এটিপি শীর্ষ ১০ বিশ্ব র‌্যাঙ্কিং
১. নোভাক জকোভিচ (সার্বিয়া) ৮৭৭০ রেটিং পয়েন্ট,  ২. ডানিল মেদভেদেভ (রাশিয়া) ৮১৬০,  ৩. আলেক্সান্দার জেভরেভ (জার্মানী) ৭৭৯৫, ৪. রাফায়েল নাদাল (স্পেন) ৭৫২৫, ৫. স্টিফানোস টিসিতসিপাস (গ্রীস) ৬১০০, ৬. কাসপার রুড (নরওয়ে) ৫০৫০, ৭. কার্লোস আলকারাজ (স্পেন) ৫০০৫, ৮. আন্দ্রে রুবলেভ (রাশিয়া) ৪২৬০, ৯. ফেলিক্স অগার-আলিয়ামিসে (কানাডা) ৩৯৫৫ ও ১০. মারিও বেরাত্তিনি (ইতালি) ৩৮০৫ পয়েন্ট। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.