র‌্যাংকিংয়ে ইংলিশ ক্রিকেটারদের বড় লাফ

বিটিসি স্পোর্টস ডেস্ক: এ বছরের অ্যাশেজে প্রথম ২ ম্যাচ হেরে গেলেও ঘুরে দাঁড়িয়ে সিরিজ ড্র (২-২) করেছে ইংল্যান্ড। শেষের ৩ ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন দলের খেলোয়াড়রা। তারই প্রতিফলন পড়েছে আজ বুধবার প্রকাশিত আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে।
ইংলিশদের সাবেক অধিনায়ক রুট এক ধাপ এগিয়ে আছেন টেস্ট ব্যাটারদের মধ্যে দ্বিতীয় অবস্থানে। এখনও সবার শীর্ষে মাঠের বাইরে থাকা নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তরুণ ব্যাটার হ্যারি ব্রুক ২ ধাপ এগিয়ে আছেন নবম স্থানে।
২ ধাপ এগিয়েছেন ইংলিশ উইকেটকিপার জনি বেয়ারস্টোও। ১৭তম অবস্থানে আছেন তিনি। আর ওপেনিং ব্যাটার ৬ ধাপ এগিয়ে আছেন ২৯ নম্বর স্থানে। অজিদের মধ্যে স্টিভেন স্মিথ ৩ ধাপ এগিয়ে আছেন তৃতীয় স্থানে। এক ধাপ এগিয়ে সাতে অজি ওপেনার উসমান খাজা।
এদিকে, টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন আশ্বিন। অ্যাশেজে ২২ উইকেট নিয়ে বড় লাফ দিয়েছেন এরই মধ্যে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলা ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। চার ধাপ এগিয়ে আছেন চতুর্থ স্থানে। দুই ধাপ এগিয়ে ২১ নম্বরে মার্ক উড এবং আট ধাপ এগিয়ে ক্রিস ওকস আছেন ২৩তম স্থানে।
অ্যাশেজে ২৩ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে মিচেল স্টার্ক আছেন বোলারদের মধ্যে ১২তম স্থানে। ৯ ধাপ এগিয়ে অজি স্পিনার টুড মারফি ৫৭তম স্থানে।
শ্রীলংকার মাটিতে তাদের গুঁড়িয়ে দেওয়ার পুরস্কার পেয়েছে পাকিস্তানও। ২৭ ধাপ এগিয়ে ২১তম স্থানে আছেন ওপেনার আব্দুল্লাহ শফিক। চার ধাপ এগিয়ে ২৯তম স্থানে আছেন মোহাম্মদ রিজওয়ান। ২৩ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে আগা সালমান। বোলারদের মধ্যে সাত ধাপ এগিয়ে ৩৭তম পেসার নাসিম শাহ এবং ১৪ ধাপ এগিয়ে ৪২তম স্থানে স্পিনার নোমান আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.