রোহিঙ্গা পুনর্বাসনে দাতাদের সাহায্যের কোনো আশা নেই ভাসানচরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

বিটিসি নিউজ ডট কম ডট বিডি

বিটিসি নিউজ ডেস্ক : বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাতকারে বলেছেন ভাসানচরে রোহিঙ্গা পুনর্বাসনে বিদেশী দাতাদের সাহায্যের কোনো আশা নেই। প্রায় এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে পুনর্বাসনের পরিকল্পনার কথা সরকার ঘোষণা করেছে অনেক আগেই। তিনি বলেন, ওই চরে বাড়িঘর নির্মাণ করতে এবং বঙ্গোপসাগরের বুকে ঘূর্ণিঝড় থেকে সুরক্ষা দিতে ওই কর্দমাক্ত দ্বীপে প্রায় ২৮ কোটি ডলারের পুরোটাই বহন করছে বাংলাদেশ  তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া হয় নি। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, এই বিশাল কর্মযজ্ঞে বিদেশীদের সাহায্য পাওয়ার কোনো আশা নেই।

তিনি সাক্ষাতকারে আরো বলেছেন, সম্প্রতি যেসব রোহিঙ্গা তাদের দেশে নির্যাতিত হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে তাদের কাউকে নিজেদের ইচ্ছার বিরুদ্ধে মিয়ানমারে ফেরত পাঠানো হবে না। এর প্রেক্ষিতে আন্তর্জাতিক দাতাদের কাছে সহায়তা চেয়েছি। উল্লেখ্য, প্রায় ৭ লাখ রোহিঙ্গা মুসলিম গত ২৫ শে আগস্টের পর পালিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হয়েছেন। তারা আশ্রয় পেয়েছেন কক্সবাজারে গাদাগাদি করে থাকা ক্যাম্পে। যেহেতু তাদেরকে ফেরত পাঠানো নিয়ে দু’দেশের মধ্যে সম্পাদিত চুক্তির বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে তাই বাংলাদেশ তাদেরকে ভাসানচরে পুনর্বাসনের জন্য নতুন বাড়িঘর নির্মাণ করছে। নিউ ইয়র্কে বাংলাদেশের জাতিসংঘ অফিসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, প্রচুর অর্থের প্রয়োজন। তাই এক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই। এখন পর্যন্ত আমরা কাজ করছি আমাদের নিজস্ব অর্থায়নে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.