রোনালদোকে ছাড়াই শেষ প্রস্তুতি ম্যাচে নামবে পর্তুগাল

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইউরোর শিরোপা ধরে রাখার মিশন শুরু করার আগে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। তাদের প্রতিপক্ষ ইসরায়েল। লিসবনের আলভালাদে স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।
ইউরোর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। দুর্বল লুক্সেমবার্গকে হারালেও স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সেলেকাওরা। তবে সেই ম্যাচে খেলা স্পেন অধিনায়ক সার্জিও বুসকেটসের কোভিড আক্রান্তের খবর আসে ম্যাচের পরেই। যার ফলে শঙ্কা ছিল পর্তুগিজ ফুটবলারদের নিয়েও।
যদিও কোভিড টেস্টে সবার নেগেটিভ ফল আসায় কেটে গেছে সে শঙ্কা। ক্লাব ফুটবলে ব্যস্ত মৌসুম পার করায় স্পেনের বিপক্ষে ম্যানসিটি ও ম্যান ইউনাইটেডে খেলা ফুটবলারদের বিশ্রামে রেখেছিলেন কোচ ফার্নান্দো সান্তোস।

তবে ইসরাইলের বিপক্ষে ফিরবেন রুবেন ডিয়াস, ক্যানসেলো, ব্রুনো ফার্নান্দেজরা। তবে এই ম্যাচে সাইড বেঞ্চে দেখা যেতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোকে। ইউরোর মূল আসর শুরুর আগে অধিনায়ককে তরতাজা রাখতে চান সেলেকাও কোচ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.