রোকেয়া ভার্সিটিতে ফল প্রকাশের দাবিতে বাংলা বিভাগের শিক্ষার্থীদের অবস্থান

রংপুর ব্যুরো: রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দ্রুত ফল প্রকাশের দাবিতে ২ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলা বিভাগের ২০১৩-১৪ ও ১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

বাংলা বিভাগের প্রধানের কার্যালয়ের সামনে আজ রোববার দুপুর ২টা থেকে ৪ টা মিনিট পর্যন্ত অবস্থান ধর্মঘটেবসেন শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, গত ৩০ মার্চ পরীক্ষা শেষ হয়েছে। নিয়মানুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে রেজাল্ট প্রকাশের কথা থাকলেও আড়াই মাসেও রেজাল্ট পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরেই পাঠানো হয় নি। ফলে আমরা কোন ধরনের চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছিনা। এ সময় তারা বিভিন্ন শ্লোগান দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, আমাদের সাথে যারা এই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগে ভর্তি হয়েছিল তাদের মাস্টার্স শেষ হওয়ার পথে, অথচ আমাদের অর্নাস কবে শেষ হবে সেটাই আমরা জানি না। এ ব্যপারে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. পরিমল চন্দ্র বর্মন কোন  মন্তব্য করতে রাজি হননি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.