রূপগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ ১০ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ ১০ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১। গত সোমবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ বিটিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১-এর গোয়েন্দা দল জানতে পারেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজের পশ্চিমপাশে একটি মাইক্রোবাসে সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে।
এ সংবাদের ভিত্তিতে র‌্যাব ১-এর আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
এতে গ্রেফতারকৃতরা হলেন: মো. হিচু মিয়া, মো. ফরহাদ আলী, মো. লিটন শেখ, রিপন মৃধা ওরফে জামাই রিপন, স্বপন মিয়া, মো. জাকির বেপারি, জলিল খান, শ্রী লক্ষণ চন্দ্ৰ দাস, শ্রী অজিত চন্দ্ৰ সূত্রধর ও মো. ইখতিয়ার হোসেন। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি শটগান এবং একটি পাইপগানসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নায়েক সুবেদার তৌফিকুল ইসলাম বাদী হয়ে গতকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. আফজাল হোসেন আফজাল  #

Comments are closed, but trackbacks and pingbacks are open.