রুয়েট শিক্ষার্থীদের রেসিং কারে অভাবনীয় সাফল্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে তৈরি হবে রেসিং কার। তৈরি হবে সব পার্টসও। এমন স্বপ্ন দেখতেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে আটজন মিলে প্রথম গঠন করেছিল টিম ক্র্যাক প্লাটুন নামে একটি দল। সেই দল এখন ৪০ জনে পৌঁছেছে।

ফর্মুলা স্টুডেন্ট রেসিং কারে সফলতার পর এবার তারা তৈরি করতে যাচ্ছেন ইলেকট্রিক ভেহিকেল। সেই গল্পই বিটিসি নিউজ এর সাথে শেয়ার করেছেন টিমের তিন সদস্য তানভীর শাহরিয়ার, জাহিদ হাসান ও মুসা মাহমুদ রানা।

নিজেদের সফলতা আর নতুন কাজ নিয়ে বেশ উচ্ছ্বসিত তারা। গল্প শুরু করলেন প্রথম থেকেই। ২০১৬ সালে যখন পথচলা শুরু করেন তখন এই টিমের সদস্য ছিল আটজন। তারা অটোমোবাইল নিয়ে কাজ শুরু করেন। প্রথমে তৈরি করেন চার চাকার একটি বাইক। সেটি নিয়ে ভারতে আয়োজিত কোয়াড বাইক ডিজাইন চ্যালেঞ্জ নামে একটি প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেন। ওই প্রতিযোগিতায় মোট ২৪টি দল অংশগ্রহণ করে।

এরমধ্যে ষষ্ঠ হয় ‘টিম ক্র্যাক প্লাটুন’। একই সঙ্গে বেস্ট ফ্যাশনেট টিমের উপাধিও পায় তারা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.