BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রুশ অস্ত্র রক্ষণাবেক্ষণের জন্য প্রযুক্তি তৈরি করবে ভারত

রুশ অস্ত্র রক্ষণাবেক্ষণের জন্য প্রযুক্তি তৈরি করবে ভারত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় তৈরি অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণের জন্য যে প্রযুক্তির প্রয়োজন, তা তৈরি করবে ভারত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকালে শুক্রবার এ বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ।

মনে করা হচ্ছে, এর মাধ্যমে ভারত এবং রাশিয়ার প্রতিরক্ষা বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। ভারতীয় সেনাদের একাংশের অভিযোগ ছিল যে, রাশিয়া থেকে আমদানি করা অস্ত্র রক্ষণাবেক্ষণ নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয় তাদের।

সেই অস্ত্রের তালিকায় রয়েছে এস-৪০০ ক্ষেপণাস্ত্রও। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে এ দেশে সেই প্রযুক্তি তৈরি হলে সমস্যা মিটবে বলে মনে করা হচ্ছে।

ভারত এবং রাশিয়া শুক্রবার একটি যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়ায় তৈরি অস্ত্র, সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণের জন্য যে প্রযুক্তি, স্পেয়ার পার্টসের প্রয়োজন, তা তৈরি হবে ভারতে। এই যৌথ উৎপাদনে উৎসাহ দিতে দুই দেশই সম্মত হয়েছে। প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে সেগুলো ভারতে তৈরি হবে। ভারতে তৈরি এই প্রযুক্তি তৃতীয় বন্ধুদেশ রফতানি করার বিষয়েও সম্মত হয়েছে দুই দেশ। আরও আধুনিক সামরিক প্রযুক্তি তৈরির বিষয়ে দুই দেশ পরস্পরকে সহযোগিতা করবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

ভারতীয় সেনাবাহিনী যেসব প্রযুক্তি বা অস্ত্র ব্যবহার করে, তার অনেকগুলোই রাশিয়ায় তৈরি। সেনাবাহিনীর একাংশের অভিযোগ, রুশ অস্ত্র রক্ষণাবেক্ষণের জন্য যে প্রযুক্তির প্রয়োজন হয়, তা এত দিন রাশিয়া থেকে আনা হতো। এই কাজের জন্য অনেক বেশি সময় লাগত। এর ফলে সেই অস্ত্র মেরামতি বা রক্ষণাবেক্ষণের কাজও বাধাপ্রাপ্ত হতো বলে জানা গেছে। রুশ অস্ত্র রক্ষণাবেক্ষণ করার প্রযুক্তি ভারতে তৈরি হলে সেই সমস্যা অনেকটাই মিটবে বলে আশা।

বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলুসোভ। সেখানেই প্রতিরক্ষা সংক্রান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছে ভারত এবং রাশিয়া। রাশিয়া থেকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার বিষয়েও ইচ্ছাপ্রকাশ করেছে ভারত। ২০১৮ সালের অক্টোবরে রাশিয়ার থেকে পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার জন্য চুক্তিতে সই করেছিল ভারত। আমেরিকার হুঁশিয়ারি সত্ত্বেও ৫০০ কোটি মার্কিন ডলারের সেই চুক্তি হয়েছিল। ভারতীয় মুদ্রায় তার মূল্য আজকের দিনে প্রায় ৪৪ হাজার কোটি টাকা। তিনটি ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে হাতে পেয়েছে ভারত। সিঁদুর অভিযানে ওই এস-৪০০ ক্ষেপণাস্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

প্রতিবেদন অনুযায়ী, ভারত রাশিয়ার কাছ থেকে এবার এস-৫০০ ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে ভাবনাচিন্তা করছে। রাশিয়া থেকে কেনা সেসব ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণের প্রযুক্তি তৈরি হবে ভারতেই। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু