BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রুয়েট ও স্কয়ার হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

রুয়েট ও স্কয়ার হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক: শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ও উন্নত স্বাস্থ্য সেবা গ্রহণের লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাথে স্কয়ার হাসপাতাল লি. চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে উপাচার্যের অফিস কক্ষে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম আব্দুর রাজ্জাক।

রুয়েটের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. এইচ এম রাসেল এবং চীফ মেডিকেল অফিসার ডা. মো. মোকসেদ আলী।

স্কয়ার হাসপাতাল লি. এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডা. মোহাম্মদ ফাইসাল জামান সহ একাউন্টস এন্ড ফাইন্যান্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট বাবলু কুমার সিংহ এবং বিজনেস অফিসের ভাইস প্রেসিডেন্ট রেজিনা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন রুয়েটের অর্থ ও হিসাব দপ্তরের কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ, প্রকৌশল দপ্তরে প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন, অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক শেখ ফয়ছাল আরেফিন সহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

এই চুক্তির আওতায়, রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারের নির্ভরশীল সদস্যরা (পিতা-মাতা, স্বামী ও স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী সন্তান) স্কয়ার হাসপাতালের আধুনিক ও বিশ্বমানের চিকিৎসাসেবা সহজেই গ্রহণ করতে পারবেন। রুয়েটের চিকিৎসকের রেফারেন্সের ভিত্তিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা পরিচয়পত্র প্রদর্শন করে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

এছাড়াও বাইরের যেকোনো নিবন্ধিত চিকিৎসকের পরামর্শের ভিত্তিতে এবং রুয়েটের চিকিৎসকের রেফারেন্স সাপেক্ষে চিকিৎসাসেবা নিতে পারবেন। সেবা গ্রহণের পূর্বে স্কয়ার হাসপাতালে নির্ধারিত ফর্মে নিবন্ধন করে ইউনিক রেফারেন্স নম্বর সংগ্রহ করতে হবে, যা চিকিৎসা গ্রহণের সময় ব্যবহার করতে হবে।

এই চুক্তির ফলে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা স্কয়ার হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবা সুবিধা বিশেষ ছাড়ে গ্রহণ করতে পারবেন।

প্রসঙ্গত, এই চুক্তি রুয়েট পরিবারকে উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয় পরিবারের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কাজের পরিবেশে আস্থার বার্তা পৌঁছে দেবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লিবিয়ার সেনাপ্রধান তুরস্কের রাজধানীর কাছে বিমান দুর্ঘটনায় নিহত আসামে আদিবাসীদের সঙ্গে বাঙালি-বিহারীদের সংঘর্ষে দুজন নিহত এপ্রিল থেকে নতুন মালিকানায় চলবে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস ইতিহাসে সবচেয়ে ভারী স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের মস্কোতে বিস্ফোরণে ২ পুলিশ কর্মকর্তা নিহত সমুদ্র পরিবহনে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-পাকিস্তান অপ্রয়োজনীয় বৈদেশিক ঋণ নয়, নিজস্ব অর্থায়নে প্রকল্পে জোর দেশে ফেরার পর প্রথম ৩ দিন যেসব কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান ‘ইন্টারনেট এক মিনিটও বন্ধ হবে না,’ টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদন সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বেড়েছে ২৪ হাজার কোটি টাকা : প্রেস সচিব