রিফাত শরীফ হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার, গ্রেপ্তার আরও ১

বরগুনা প্রতিনিধি: বরগুনায় স্ত্রীর সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যায় ব্যবহৃত একটি রামদা উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টা ৩৫ মিনিটে বরগুনার সরকারি কলেজ ক্যান্টিনের পূর্ব পার্শ্বের ডোবা থেকে এটি উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বিটিসি নিউজকে জানান, সকালে রিফাত ফরাজীকে সঙ্গে নিয়ে তার দেখানো ডোবা থেকে রামদাটি উদ্ধার করা হয়েছে।

মো. হুমায়ুন কবির আরও জানান, সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে রিফাত শরীফ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরিয়ান সাবা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাসা বরগুনার বাজার সড়কে। তার বাবার নাম ইউনুস সোহাগ। এ নিয়ে এ মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে প্রধান আসামি নয়ন বন্ড গত মঙ্গলবার ভোররাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এখন পর্যন্ত এজাহারভূক্ত তিনজনসহ ছয়জন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বাকি চারজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.