রাষ্ট্রপতির শপথ গ্রহণের তারিখ পুনঃ নির্ধারণ
বিটিসি নিউজ ডেস্ক : আজ রোববার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শপথ গ্রহণের দিন ধার্য থাকলেও তা পিছেয়ে আগামী ২৪ শে এপ্রিল করা হয়েছে । পরিবর্তিত তারিখ অনুযায়ী এটি এখন আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে।
স্পিকার শিরীর শারমিন চৌধুরী ওইদিন সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের একবিংশতম রাষ্ট্রপ্রধান হিসেবে আবদুল হামিদকে শপথ পড়াবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন আজ শনিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের একবিংশতম রাষ্ট্রপতি পদে বর্তমান রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করে ইসি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.