প্রথম রোহিঙ্গা পরিবার ফিরল বাংলাদেশ থেকে মিয়ানমার

 

বিটিসি নিউজ ডেস্ক : পাঁচ সদস্যের এক রোহিঙ্গা পরিবারকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়েছে নেপিদো । গতকাল শনিবার তুমব্রু সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে স্বেচ্ছায় তারা মিয়ানমারে যান। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আজ এ তথ্য জানিয়েছে।

এই পরিবারে তিন নারী, একজন পুরুষ ও একটি শিশু রয়েছে। মিয়ানমার সীমান্তে পা রাখার পর দেশটির কর্মকর্তারা তাদের স্বাগত জানিয়ে নিয়ে যান। মিয়ানমার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে পাঁচ সদস্যদের একটি মুসলিম পরিবার রাখাইনের তাউনপিওলেতউইয়া সেন্টারে পৌঁছেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির একটি সূত্রে জানা যায় নো-ম্যান্স ল্যান্ড থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে। উল্লেখ্য, গতবছরের আগস্টে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে নির্যাতন শুরু করলে ৭ লাখের বেশি সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.