রাষ্ট্রপতির অনুদানের চেক পাবনা প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি ও পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য মো: সাহাবুদ্দিন কর্তৃক প্রেরিত পাবনা প্রেসক্লাবের জন্য অনুদানের চেক রোববার হস্তান্তর করা হয়। বিশেষ বাহক মারফত মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে এই চেক পাঠান।
পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খানসহ প্রবীন ও নবীন সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন।
পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান পাবনা প্রেসক্লাবকে অনুদান প্রদান করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। গত ১৬ মে মহামান্য রাষ্ট্রপতি ও পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য মো: সাহাবুদ্দিন পাবনার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.