রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পর্যবেক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রী’র

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পর্যবেক্ষণে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে গণভবন থেকে যুক্ত হয়ে উত্থাপিত এই ইস্যুতে কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় দুই দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে ফেরত আনতে দূতাবাসগুলোকে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন তিনি। মন্ত্রিসভা শেষে এসব তথ্য দেন মন্ত্রীপরিষদ সচিব।
এদিকে, বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁ আইন ও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন-২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.