রাশিয়ার বিমান আটকাতে প্রস্তুত হয়েছিল ন্যাটোর যুদ্ধবিমান!

বিটিসি আন্তর্জাতিক ডেস্কবাল্টিক ও কৃষ্ণ সাগরে অবস্থানরত ন্যাটো জোটের যুদ্ধবিমান গত চারদিনে বেশ কয়েকবার রাশিয়ার বিমানকে তাড়া করতে ও আটকাতে প্রস্তুত হয়েছিল।
ন্যাটোর এয়ার কমান্ডের বরাত দিয়ে আজ শুক্রবার (২৯ এপ্রিল) এমন খবর জানিয়েছে গণমাধ্যম সিএনএন। 
ন্যাটোর এয়ার কমান্ড জানিয়েছে, ন্যাটো জোটভুক্ত দেশের আকাশ সীমার কাছে এমন প্রস্তুতি নিয়েছিল তারা।
গত মঙ্গলবার থেকে ন্যাটোর রাডারে বাল্টিক ও কৃষ্ণ সাগর অঞ্চলে অজ্ঞাত কয়েকটি বিমানের চলাচল করার বিষয়টি ধরা পড়ে।
সেগুলো রাশিয়ার বিমান আশঙ্কা করে সেগুলো তাড়া করতে ও আটকাতে বেশ কয়েকবার প্রস্তুত নিয়েছিল ন্যাটো জোটের যুদ্ধ বিমানগুলো।
ন্যাটোর দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বিমান তাদের চলাচলের তথ্য প্রেরণ করে না, যেটির মাধ্যমে তাদের অবস্থান ও উচ্চতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। রাশিয়ার বিমান ফ্লাইট পরিকল্পনা জানায় না এবং যোগাযোগও করে না।
এদিকে বাল্টিক অঞ্চলে পোল্যান্ড, ডেনমার্ক, ফ্রান্স এবং স্পেনের যুদ্ধ বিমান ব্যবহার করে অজ্ঞাত বিমানকে আটকানো হয়েছে।
অন্যদিকে কৃষ্ণ সাগর অঞ্চলে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর আকাশসীমার দিকে এগুতে থাকা বিমান রোমানিয়া ও  যুক্তরাজ্যের বিমানের মাধ্যমে খুঁজে বের করা ও তাড়া করা হয়েছে।
তবে এসব জায়গায় যুক্তরাষ্ট্রের কোনো বিমান অংশ নেয়নি।
ন্যাটো তাদের দেওয়া বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার বিমান ন্যাটোভুক্ত কোনো দেশের ভেতরে প্রবেশ করেনি। আর বিমান আটকানো ও তাড়া করার প্রস্তুতিটিও নেয়া হয়েছিল নিরাপদভাবে। (সূত্র: সিএনএন)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.