রাশিয়ার ওপর নতুন অবরোধ দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র: বোল্টন

বিটিসি নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, রাশয়িার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা, তা নিয়ে চিন্তা করছে যুক্তরাষ্ট্র। বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে এক সংবাদ সম্মেলনে বোল্টন বলেন, সিদ্ধান্তটি আপাতত প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।

বোল্টন বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে আমরা ভাবছি ঠিক কিভাবে অবরোধ আরোপ করা হলে পরমাণু ক্ষেপণাস্ত্র সংক্রান্ত বিষয়ে দেশটির ওপর চাপ সৃষ্টি করা যাবে। এখনও চূড়ান্তভাবে সিদ্ধান্ত না হলেও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তীনির্বাচনের আগে কিংবা পরে যেকোনও সময় অবরোধ আরোপ হতে পারে। তবে, আসল কথা হলো সিদ্ধান্তটি সবদিক থেকেই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। রয়টার্স।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.