রায়গঞ্জে নাশকতার মামলায় বিএনপি’র ৬ নেতা গ্রেপ্তার

 

সিরাজগঞ্জ প্রতিনিধি: নাশকতার মামলায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আইনুল হকসহ ৬ নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত হলেন, রায়গঞ্জ উপজেলার বান্ডিলা বাহাদুর গ্রামের মৃত. ফজর আলী খানের ছেলে দুলাল হোসেন, রুদ্রপুর গ্রামের মৃত. আমজাদ হোসেনের ছেলে আবু সামা সরকার, বাঁকাই গ্রামের সাবেক এমপি মৃত. জামশেদ আলীর ছেলে ইমতিয়াজ হোসেন খোকন, নলছিয়া গ্রামের মৃত. আব্দুল মুন্সির ছেলে আবুল কালাম আজাদ ও ভুঁইয়ট গ্রামের মৃত. আবুল হোসেন শেখের ছেলে রাসেদুল হাসান। তারা সবাই রায়গঞ্জ উপজেলা ও ইউনিয়ন বিএনপির গুরুপূর্ণ নেতা বলে বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সিরাজগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু বলেন, এটি একটি সাজানো মামলা। মূলত সরকার দমন-পীড়নের মাধ্যমে বিএনপির আন্দোলনকে স্তব্ধ করার জন্য এসব সাজানো মামলায় দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে নির্যাতন করছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মোসুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.