কামারজানিতে আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে ১৭০০ বোতল বিদেশি মদ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার কামারজানিতে আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে প্রায় ১ হাজার ৭০০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের খামার কামারজানি চরের একটি সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে এসব বিদেশি মদ উদ্ধার করা হয়।
র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই আশ্রয়ণ প্রকল্পে অভিযান চালান র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী জাহিদুল ও ফারুক পালিয়ে যায়। এসময় তাদের ঘর তল্লাশি করে ১ হাজার ৬৯২ বোতল বিভিন্ন ব্রান্ডের দামি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
পলাতক জাহিদুল ও ফারুক দীর্ঘদিন থেকে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ে এসে মাদকের ব্যবসা করে আসছিলেন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.