রামেক কলেজ ও হাসপাতালকে প্রধানমন্ত্রীর উপহার হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিলেন মেয়র লিটন


প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

আজ বুধবার নগর ভবনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান ও কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. নওশাদ আলীর নিকট একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করেন মেয়র।
এই হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা করোনায় আক্রান্ত অতি সংকটাপন্ন রোগীর চিকিৎসায় কার্যকর ভুমিকা পালন করবে জানিয়েছেন রামেক কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, মাননীয় মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাঈদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.