BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রামপালে ৫২ যাত্রী নিয়ে উল্টে গেল ইঞ্জিনচালিত নৌকা

রামপালে ৫২ যাত্রী নিয়ে উল্টে গেল ইঞ্জিনচালিত নৌকা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে ৫২ যাত্রী নিয়ে চলা একটি ইঞ্জিনচালিত নৌকা মইদাড়া নদীতে উল্টে যায়। এতে নারী, শিশু ও বৃদ্ধসহ ভেসে যাওয়া ২০ জনকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ উদ্ধার করেছে।

রোববার (৩০ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ও আহত ব্যক্তিদের তাপবিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, খুলনার দাকোপ, চালনা ও বাইনতলা থেকে ৫২ জন লোক একটি ইঞ্জিনচালিত নৌকায় করে রামপাল বিদ্যুৎকেন্দ্রের নিকটবর্তী এলাকা গৌরম্ভায় একটি পারিবারিক অন্নপ্রাশন অনুষ্ঠানে যোগদান করে বাড়িতে ফিরে যাচ্ছিলেন। বিকেল ৫টার সময় তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং গেটের সেতুর সামনে মইদাড়া নদী দিয়ে যাওয়ার পথে দুর্ঘটনাবশত নৌকাটি উল্টে যায়।

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রধান গেটের কাছাকাছি হওয়ায় দুর্ঘটনার খবর পেয়ে প্রধান গেটে কর্তব্যরত সিকিউরিটি গার্ডরা এগিয়ে যান এবং তারা সিকিউরিটি কন্ট্রোল রুমকে অবহিত করেন। সিকিউরিটি কন্ট্রোল রুম থেকে তাৎক্ষণিকভাবে একটি মেডিকেল টিম এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত ফায়ার অ্যান্ড সেফটি টিমকে অবহিত করা হয়। কিছু লোক সাঁতরে তীরে আসলেও বৃদ্ধ এবং শিশুরা নৌকার নিচে আটকা পড়ে যায়।

বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি, ফায়ার অ্যান্ড সেফটি এবং মেডিকেল টিম তাদেরকে উদ্ধার করে দ্রুত অ্যাম্বুলেন্সে করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে নিয়ে যায়। এ দুর্ঘটনায় নৌকাটিতে থাকা কয়েকজন শিশুসহ ২০ জন লোক আহত হন। বাকি ৩২ জন সাঁতরে তীরে আসতে সক্ষম হয়।

এ ঘটনায় রামপাল বিদ্যুৎকেন্দ্রের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম দ্রুত হাসপাতাল পরিদর্শন করেন এবং দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল নোমান জানান, সবাইকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে এবং আহত সবাই বিপদমুক্ত আছে। তবে তাদেরকে কিছু সময় অবজারভেশনে রাখতে হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লিবিয়ার সেনাপ্রধান তুরস্কের রাজধানীর কাছে বিমান দুর্ঘটনায় নিহত আসামে আদিবাসীদের সঙ্গে বাঙালি-বিহারীদের সংঘর্ষে দুজন নিহত এপ্রিল থেকে নতুন মালিকানায় চলবে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস ইতিহাসে সবচেয়ে ভারী স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের মস্কোতে বিস্ফোরণে ২ পুলিশ কর্মকর্তা নিহত সমুদ্র পরিবহনে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-পাকিস্তান অপ্রয়োজনীয় বৈদেশিক ঋণ নয়, নিজস্ব অর্থায়নে প্রকল্পে জোর দেশে ফেরার পর প্রথম ৩ দিন যেসব কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান ‘ইন্টারনেট এক মিনিটও বন্ধ হবে না,’ টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদন সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বেড়েছে ২৪ হাজার কোটি টাকা : প্রেস সচিব