রাবি শিক্ষক সমিতির কর্মশালা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব, কর্তব্য, অধিকার ও বিধিবিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বিষয়ক এক কর্মশালা শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান ও উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা। সমিতির সভাপতি প্রফেসর মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এই কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে রাজশাহী সিটি মেয়র মো. মোসাদ্দেক হোসেন বুলবুল বক্তব্য রাখেন।
কর্মশালায় তিনটি একাডেমিক অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর এম সাইদুর রহমান খান, শিক্ষকতা সংশ্লিষ্ট বিধিবিধান সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান বক্তব্য রাখেন। এছাড়া দ্বিতীয় শিক্ষকদের অধিকার সম্পর্কে বিশেষজ্ঞগণ বক্তব্য রাখেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.