রাবি আইন বিভাগে ১০মাসেও প্রকাশ হয়নি পরীক্ষার ফল

রাবি প্রতিনিধি: রজাশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ হওয়ার ১০ মাস পেরিয়ে গেলেও প্রকাশ হয়নি পরীক্ষার ফল। শিক্ষার্থীরা ভর্তি হতে পারেনি চতুর্থ বর্ষে। এ অবস্থার মধ্যেই চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে তাদের। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে শিক্ষার্থীরা। তবে ফলাফলের বিষয়ে বিভাগ কর্তৃপক্ষ বলছে আরও ১৫ দিন সময় লাগতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে তৃতীয় বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি সালমা আক্তার খানম বিটিসি নিউজকে বলেন, কারণ একটাই একজন শিক্ষক খাতা জমা দেননি। এ কারণে ফল দিতে দেরি হয়ে গেছে আমাদের। এখন সেকেন্ড এক্সামিনের জন্য খাতাগুলো পাঠানো হয়েছে। খাতা আসলে যতদ্রুত সম্ভব ফল প্রকাশ করা হবে। কমপক্ষে ১৫ দিন লাগতে পারে।
আইন বিভাগ সূত্রে জানা যায়, এ বছরের ১৩ জানুয়ারি তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়। চলে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ১১, ১২, ১৩ ফেব্রুয়ারি যথাক্রমে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশের কথা বলা হয়েছে। তবে পরীক্ষা শেষ হওয়ার ১০ মাস পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশ হয়নি।
শিক্ষার্থীরা বিটিসি নিউজকে জানান, ডিসেম্বরে শিক্ষকরা পরীক্ষা নিতে চেয়েছিলেন। তবে মাসের চারদিন এরই মধ্যে চলে গেছে। এখনো ফলাফল প্রকাশ হয়নি। ফলাফল প্রকাশের পর ভর্তি এবং ফরম পূরণ করতে হবে তাদের। চরম অনিশ্চয়তায় রয়েছেন তারা। এ বছরে ফল প্রকাশ ও পরীক্ষা শুরু হবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন তারা।
জানতে চাইলে বিভাগের সভাপতি ড. আব্দুল হান্নানও একই কথা বিটিসি নিউজকে বলেন। একজন শিক্ষকের কারণে ফলাফল প্রকাশ সম্ভব হয়নি বলে জানান তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.