রাবির চারটি আবাসিক হলে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে মতিহার থানা পুলিশ। সেগুলো হচ্ছে শের ই বাংলা, শাহ মখদুম, মতিহার ও হাবিবুর রহমান হল। গতকাল শনিবার রাত নয়টা থেকে ১১টা পর্যন্ত এই তল্লাশি চালানো হয়।

তবে এ ঘটনায় কেউ আটক বা কিছু উদ্ধারও হয়নি বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

জানা যায়, তল্লাশিতে শিক্ষার্থীদের কিছু প্রাথমিক তথ্য যাচাই করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় প্রক্টরিয়াল বডি ও হল প্রাধ্যক্ষদের সঙ্গে নিয়ে চারটি হলে একযোগে এই তল্লাশি চলে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বিটিসি নিউজকে বলেন, ‘সামনে নির্বাচন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে কিছু খোঁজ খবর নেওয়া হলো। তবে কাউকে হেনস্তা বা আটক করা হয়নি।’

বিটিসি নিউজকে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন  বলেন, ‘নির্বাচন নয়, আবাসিক হলে নিরাপত্তার জন্য আমাদের একটি নিয়মিত কাজ এটি।’ বাকি হলগুলোতেও তল্লাশি চালানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এখন বলতে পারছি না।’#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.