রাবিতে পাপনের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ!

রাবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধনায়ক সাকিব আল হাসানের প্রতি আইসিসি’র দুই বছরের জন্য নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সাকিবকে নিষেধাজ্ঞায় ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জড়িত উল্লেখ করে তার পদত্যাগ দাবি জানায় শিক্ষার্থীরা। এ দাবিতে আজ বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০ থেকে ১১ টা পর্যন্ত ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ক্রিকেট নিয়ে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা দাবি তুলেন বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের ষড়যন্ত্র চলছে।
বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে ষড়যন্ত্র চলছে  তা কখনও মেনে নেওয়া হবেনা জানিয়ে বলেন, ক্রিকেট বোর্ডকে দলীয়করণ ও অপরাজনীতি মুক্ত করতে হবে।
এসময় তারা সাকিবের প্রতি ষড়যন্ত্র মূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে খেলার মাঠে ফিরেয়ে দিতে হবে। ক্রিকেট বোর্ড সভাপতিকে অবিলম্বে প্রত্যাহার করাসহ তিনটি দাবি জানান।
এদিকে আজ বুধবার (৩০ অক্টোবর) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে একই দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীদের আরেকটি অংশ।
সাহিদুল ইসলাম নামের এক শিক্ষার্থী বিটিসি নিউজকে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাকিবের পাশে আছে এবং থাকবো।
শিক্ষার্থীদের হাতে সাকিব উই আর সরি। সাকিব ইজ আওয়ার ক্রিকেট, সাকিব ইজ নট ফর সেল। এসময় তাদের সাথে শিক্ষকদেরও দেখা যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.